সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চরফ্যাশনে নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুজন আটক 

ভোলা প্রতিনিধি

চরফ্যাশনে নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুজন আটক 

চরফ্যাশন উপজেলার শশীভূষণে নৌবাহিনীর যৌথ অভিযানে ১ হাজার ৫৯৫ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বসত ঘর থেকে ২টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৪৫ হাজার ১শ টাকা উদ্ধার করেন। 

গত শুক্রবার রাতে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযান পরিচালনার সময় নৌবাহিনীর সঙ্গে শশীভূষণ থানা পুলিশ অংশগ্রহণ করেন। আইনি প্রক্রিয়া শেষে শশীভূষণ থানায় দুই মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করেন নৌবাহিনী। 

শনিবার (১৬ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী লালমোহন ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক। গ্রেপ্তার লিটন মাঝি শশীভূষণ থানার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলী মাঝির ছেলে ও সিদ্দিক মোল্লা একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক জানান, মাদক ব্যবসায়ী লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার দুই মাদক ব্যবাসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা আছে। তাদের শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। শনিবার (১৬ নভেম্বর) তাদের থানায় হস্তান্তর করলে আদালতে প্রেরণ করা হয়।

টিএইচ